নীলফামারী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ময়নুল ইসলাম

নীলফামারী তথা জলঢাকা, নীলফামারী -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জলঢাকা গরীব দুঃখী মেহনতি মানুষের মেহমান এবং জলঢাকা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম। তিনি বলেন, জলঢাকা তথা এই অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমি তাদের পাশে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমার রাজনীতি মানুষের কল্যাণে, কোনো লোভ বা কেনো প্রতিদান পাওয়ার জন্য নয়।
তিনি আরো বলেন, আমি বিশ্বাস করি বিএনপির যে আজ এ ত্যাগ তা আমি সাহসিকতার প্রতীক তা আমি নিজ জীবনে ধারণ করি। আমার এই অঞ্চলের মানুষ জানে আমি কখনো অন্যায়ের বিরুদ্ধে আপোষ করি নাই, ভবিষ্যৎ ও করবো না,সব সময় জনগণের কল্যাণে কাজ করে গেছি। সাক্ষাৎকারে তিনি আরো জানান, তার রাজনৈতিক জীবনে মূল প্রেরণা এসেছে সবসময়ই জনগণের পাশে থাকে। তিনি আরও বলেন আমি একজন মানুষ গড়ার কারিগর।
আমি একজন শিক্ষক হিসাবে জীবনে অনেক গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছি,সত্যের পক্ষে দাঁড়িয়ে,তাই জাতীয় নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। এবং নীলফামারীর-৩ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে তবে জনগণের অধিকারের পক্ষে আমি সংসদে কথা বলব। তিনি বলেন, আমার জীবনের কোন সময় দলীয় শৃঙ্খলার বাহিরে কোনদিনও যায় নি। নেতৃত্বের জন্য দরকার কর্ম কোন পদ পদবী নয়। বিশ্বাস, যোগ্যতা ও জনগণের সংঘ ইনশাআল্লাহ আমি পেয়েছি। তাই তিনি ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
Comments