মালয়েশিয়ায় কলিং বিষয়ে দূতাবাসের সতর্কীকরণ বিজ্ঞপ্তি

মালয়শিয়ায় পামওয়েল কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী আনার বিষয়ে, ফেসবুকসহ অনলাইনে ভুয়া প্রচারণার বিরুদ্ধে বাংলাদেশীদের সতর্ক করা হয়েছে।
স্থানীয় সময় সোমবার ( ২ ডিসেম্বর) মালয়শিয়ায় বাংলাদেশ হাই কমিশন কলালামপুরের ভেরিফাইড ফেসবুক পেজে এই সতর্ক করণীয় বিজ্ঞপ্তি দিয়েছে।
এতে উল্লেখ করা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশী কর্মী নিয়োগের জন্য হাইকমিশন হতে সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। মালয়েশিয়ার সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশী কর্মীদের প্রবেশের বয়সসীমা ৩১ জানুয়ারি ২০২৫ নির্ধারণ করেছে।
বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশনে হতে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ নির্ধারণ করা হয়েছে।
তবে সাম্প্রতিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষত হোয়াটসঅ্যাপ এ দেখা যাচ্ছে যে, বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবী ব্যবহার করে বিভিন্ন কোম্পানির চাহিদাপত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে বিভিন্ন গ্রুপে শেয়ার করা হচ্ছে।
সত্যায়নের এরূপ জাল কপি তৈরি ও সামাজিক যোগাযোগ ছড়িয়ে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে মরমে হাইকমিশন মনে করে।
এমতাবস্থায়, মালয়েশিয়া কর্মী নিয়োগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অধিকতর সতর্ক ও এ সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য হাই কমিশনের অনুরোধ করা হলো।
মালয়শিয়ায় এমন ধরনের প্রতারক চক্র সব সময় রয়েছে। তবে ডিজিটাল অনলাইনের সময়, এই ধরনের প্রতারক চক্রের কার্যক্রম বেশি দেখা যায়।
বাংলাদেশ হাই কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তির পরে, মালয়েশিয়ার অবস্থানরত বিভিন্ন কমিউনিটি ও রাজনৈতিক নেতা, এই ধরনের প্রতারক চক্র হতে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন।
Comments