‘নাসির চৌধুরীর ভাবনার বৈচিত্র্য আর গভীরতায় গ্রীণ ডেল্টা দেশের সবচেয়ে অগ্রসর আর্থিক প্রতিষ্ঠান’
বাংলাদেশ তথা এই উপ-মহাদেশে বীমা জগতের জীবন্ত কিংবদন্তী গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লি; এর উপদেষ্টা নাসির এ চৌধুরীর জন্মদিন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালন করেছে কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠান গুলোর কর্মকর্তা ও কর্মীরা। অগণিত কর্মীর ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়ে তিনি সবাইকে শুভেচ্ছা জানান।
প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে এবং স্বাধীনতার পরে এদেশে বীমা খাতের উন্নয়ন ও প্রসারে নাসির এ চৌধুরীর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, একজন নিরলস কর্মীর মতো আজীবন তিনি এই খাতের বিকাশে অবদান রেখে চলেছেন। রাষ্ট্রীয় খাত থেকে শুরু করে ব্যক্তি খাতে পদার্পনসহ প্রতিটি স্থরে, বীমা সংক্রান্ত আইন ও বিধি প্রণয়নে তিনি অবদান রেখেছেন। সিনিয়র কর্মকর্তারা জানান, বাংলাদেশের বীমা খাতকে আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিতি দিতে তাঁর একক আবদান রয়েছে। তাঁরা বলেন, নাসির চৌধুরীর ভাবনায় সব সময় ছিল বৈচিত্র্য আর গভীরতা যার ওপর ভিত্তি করে গ্রীণ ডেল্টা আজ দেশের সবচেয়ে অগ্রসর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নিজের জায়গা করে নিয়েছে।
আলোচকরা বলেন, খুব কম মানুষই নিজের কাজের ক্ষেত্রে জীবদ্দশায় কিংবদন্তী হয়ে উঠেন, নাসির চৌধুরী সেই বিরল প্রতিভার একজন। কেক কাটা ছাড়াও তার কর্মময় জীবনের মুহূর্তগুলো নিয়ে একটি ছবি প্রদর্শনীর আয়োজন ছিল সবার জন্য এক বাড়তি পাওয়া।
হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন সাদাফ নাসিরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী, কনসালট্যান্ট এ কে এম ইফতেখার আহমাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমেদসহ গ্রীণ ডেল্টা পরিবারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।