টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড
পাড়ার ক্রিকেট কিংব ঘরোয়া ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ৭ রানে অলআউট হয়েছে আইভরিকোস্ট! যেখানে প্রতিপক্ষ নাইজেরিয়া প্রথম ইনিংসে রান তুলেছে ২৭১, সেখানে দুই অঙ্কের ঘর স্পর্শ করার আগেই অলআউট! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল আইভরিকোস্ট। সেখানে আগে ব্যাট করে নাইজেরিয়া করে ২৭১ রান। আর বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে মাত্র ৭ রানেই গুটিয়ে যায় আইভরিকোস্ট। আর তাতেই সর্বনিম্ন রানের বিশ্বরেকর্ড থেকে মুক্তি পায় মঙ্গোলিয়া। দুই মাস আগেই সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়া মাত্র ১০ রানে অলআউট হয়েছিল।
আগে ব্যাট করতে নেমে ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চার মারা সেলিম মাঠ ছেড়েছেন 'আহত অবসর' হয়ে। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। আর পাঁচে নামা ব্যাটসম্যান আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।
কিন্তু নাইজেরিয়ার ব্যাটসম্যানদের এমন বেধড়ক পিটুনির পর দেখা গেল পুরো উল্টো চিত্র, আইভরিকোস্টের ক্রিকেটাররা যেন ব্যাটই ধরতে জানেন না! ওপেনার ওত্তারা মোহাম্মদ যখন প্রথম ওভারের শেষ বলে আউট হন, স্কোরবোর্ডে তখন মাত্র ৪ রান। টানা দুই বলে দুটি ডাবলস নিয়ে পরের বলে আউট হন তিনি।
ওই ৪ রানের পরই ধসে পড়ে পুরো ব্যাটিং লাইনআপ। আর ৩ রান তুলতেই একে একে আউট হয়ে যান বাকি ৯ ব্যাটসম্যান। এর মধ্যে ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।
সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়তে হয়নি আইভরিকোস্টকে। তারা খেলেছে ৭.৩ ওভার। সর্বনিম্ন বলে অলআউটের রেকর্ডটা রয়ে গেছে ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে রুয়ান্ডার, ৩৭ বলে রানে অলআউট হয়েছিল। গত মাসেই এই আইভরিকোস্ট সিয়েরা লিওনের কাছে অলআউট হয়েছিল ২১ রানে।
আবার নাইজেরিয়া যে ২৭১ রানের পুঁজির পর ৭ রানে অলআউট করে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়তে পেরেছে তা-ও নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের দিক থেকে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটা এখনো গত মাসে গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৯০ রানের জয়। নাইজেরিয়ার ২৬৪ রানের জয়টি তালিকায় তৃতীয়।