রেকর্ডের খাতায় মেসির নতুন অধ্যায়
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বুধবার (২০ নভেম্বর) পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। সেই ম্যাচে গোল করেছেন লাউতারো মার্টিনেজ। আর সেই গোলের সহায়ক ছিলেন লিওনেল মেসি। মার্টিনেজের গোলে অ্যাসিস্ট করেই নতুন এক রেকর্ডে নাম লেখালেন ইন্টার মায়ামির এই খেলোয়াড়।
মার্টিনেজের সেই গোল দিয়েই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার স্পর্শ করলেন মেসি। আগে রেকর্ডে শীর্ষে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার ল্যান্ডন ডনোভান। এবার তার সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি।
যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ফুটবলারদের একজন ডনোভান ১৫৭টি ম্যাচ খেলে এই রেকর্ড গড়েছিলেন। আর মেসি ১৯১ ম্যাচ খেলে তাকে ছুঁয়ে ফেললেন। এদিকে মাত্র ১২৮ ম্যাচ খেলেই ৫৭টি গোলে সহায়তা করে তালিকার তিন নম্বর স্থানে আছেন নেইমার।
পূর্বে এমন অনেক রেকর্ড ছিল যা লিপিবদ্ধ হতো না। যা আন্তর্জাতিক ফুটবলের গোল সহায়তার তালিকাতেও দেখা যায়। যেমন; হাঙ্গেরির কিংবদন্তি ফুটবলার পুসকাস ৮৫ ম্যাচে ৮৪ গোলের অবিশ্বাস্য কীর্তির রেকর্ড সংরক্ষিত আছে। তবে তার অ্যাসিস্ট আনুষ্ঠানিকভাবে ধরে নেয়া হয় ৫৩টি।
আবার পেলের অ্যাসিস্ট ৪৭টি ধরা হলেও সেটিও নিখুঁত নয়। বর্তমানে সক্রিয় ফুটবলারদের মেসি-নেইমার ছাড়া সবচেয়ে বেশি অ্যাসিস্ট বেলজিয়ামের মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনের। তার পাশে আছে ৪৯টি অ্যাসিস্ট। ক্রিস্টিয়ানো রোনালদোর অ্যাসিস্ট ৪৮টি। ৪০ অ্যাসিস্ট নিয়ে অবসরে গেছেন মেসুত ওজিল, ডেভিড বেকহ্যামের অ্যাসিস্ট ৩৬টি।