গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়ালেন তামিম
বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। দেশের অন্যতম সেরা এই দাবাড়ু মাস চারেক আগে একটি প্রতিযোগিতায় দাবা খেলতে খেলতেই মৃত্যুর কোলে ধলে পড়েন। এই দাবাড়ুর আকস্মিক মৃত্যুতে অথৈ সাগরে পড়েছেন তার একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার এবং স্ত্রী লাবণ্য। ক্রীড়াঙ্গনের অনেকেই নানান আশ্বাস দিলেও তার কিছুই বাস্তবায়ন হয়নি। তবে এবার জিয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের সহায়তায় ৫ লাখ টাকা দিয়েছেন তামিম ইকবাল। একই সঙ্গে যেকোনো দরকারে তাদের পাশে থাকবেন বলে কথা দিয়েছেন জাতীয় দলের এই ওপেনার। জিয়ার স্ত্রী লাবণ্যের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জিয়ার স্ত্রী ও দাবাড়ু পুত্র তাহসিন তাজওয়ারের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা দিয়েছেন তামিম।
এ বিষয়ে লাবণ্য বলেন, 'তামিম আমাকে বলল যেকোন সমস্যায় যেন উনার সাথে যোগাযোগ রাখতে। আর ছেলেকে বললেন যে পড়াশোনা এবং খেলাটা চালিয়ে যেতে। তাহসিনকে (জিয়ার পুত্র) বলে যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম এটা কিছুই না, এটা তোমার বাবার জন্য কিছুই না। অনেক ভালো ভালো উপদেশ দিল যেন পড়াশোনা এবং খেলাটা একসাথে চালিয়ে যেতে পারে। তামিম ভাই অনেক ভালো মানুষ আমার খুবই ভালো লেগেছে।'
গত ৫ জুলাই রাজধানীর পল্টনে দাবা ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হয়েছিলেন জিয়া। সেই ম্যাচে খেলতে খেলতেই হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। দ্রুতই তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তামিমের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। বিসিবিতে তাদের আনুষ্ঠানিকভাবে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে জিয়ার একমাত্র সন্তান তাহসিনকেও খেলার ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা।
Comments