ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় মিরাজের উন্নতি
সাম্প্রতিক সময়ে অলরাউন্ডার হিসেবে উত্থান ঘটেছে মেহেদী হাসান মিরাজের। যুব ক্রিকেটেই তাকে সাকিব আল হাসানের উত্তরসূরি হিসেবে গণ্য করা হচ্ছিল। জাতীয় দলের সাকিব অধ্যায়ের প্রায় ইতি ঘটে গেছে। আর সে সময়েই উত্থান ঘটছে মিরাজের। এক সময় তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। মিরাজ এখনও কোনো ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হতে না পারলেও সঠিক পথেই আছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে হারলেও ব্যাটে-বলে খুব একটা খারাপ সময় কাটেনি মেহেদী হাসান মিরাজের। তিন ম্যাচে ব্যাট হাতে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।ওয়ানডে অলরাউন্ডারের সেরা পাঁচে মিরাজ,
এই পারফরম্যান্সের ছাপ পড়েছে এ সপ্তাহের হালনাগাদকৃত অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মিরাজ। উঠে এসেছেন ৪ নম্বরে। ২৫২ রেটিং পয়েন্ট মিরাজের।
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। দ্বিতীয় স্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাও। এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন আরেক আফগান অলরাউন্ডার রশিদ খান। রশিদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে মিরাজ।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও টেস্টের অলরাউন্ডারদের তালিকায় পিছিয়েছেন মিরাজ। ৩ ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছেন তিনি। তবে কানপুর টেস্টের পর আর টেস্ট না খেলা সাকিব আল হাসান ১ ধাপ এগিয়েছেন। ৩ নম্বরে উঠেছেন ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় থাকা সাকিব।
টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুইয়ে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। এক ধাপ করে এগিয়ে ৪ ও ৫-এ ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার ও জো রুট। আর টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকার সেরা পাঁচে পরিবর্তন একটাই। পাঁচ নম্বরে উঠেছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
Comments