কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি, এলাকাবাসীর তীব্র ক্ষোভ প্রকাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত রাতে কে বা কারা কবর ভেঙে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হয়ে পড়েছেন মৃত ব্যক্তিদের স্বজনরাও। ঘটনা জানার পর উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান কবরস্থান পরিদর্শন করেছেন।
মৃত ব্যক্তিদের চুরি হয়ে যাওয়া কঙ্কাল গুলোর মধ্যে কৃষ্টপুর কয়ড়া গ্রামের মৃত মোসলেম মন্ডল,মৃত হারুনর রশীদ, রুবেল সরকার, কয়ড়া চরপাড়া গ্রামের মৃত মনু সরকার,মৃত রহমত সরকার,মৃত সানোয়ার শেখ,ও একই গ্রামের নুরুর আম্মা যার নামটি জানা যায়নি।
স্থানীয়রা জানান, প্রতিসপ্তাহের ন্যায় শুক্রবার সকালে ফজর নামাজ শেষ করে স্থানীয় মুসল্লীরা কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যায়। গিয়ে দেখা যায় একসাথে ৭টি কবর খোঁড়া এবং পলিথিন বাঁশ এলোমেল। এরপর বিষয়টি জানাজানি হলে গ্রাম জুড়ে নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া। দীর্ঘদিন ধরে এ কবরস্থানে স্বজনদের কবর দিয়ে আসছিলেন এলাকাবাসী। হঠাৎ এমন চুরির ঘটনায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।
মৃত হারুনুর রশিদের ছেলে লিটন হোসেন বলেন,সকালে নামাজ শেষ করে বাবার কবর জিয়ারত করতে গিয়ে দেখি কবর খোঁড়া। পরে জানা যায় একাধারে ৭টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এছাড়াও আবার বাবার কবর প্লাস্টিকের নেট দিয়ে বেড়া দেওয়া ছিলো। সেই নেট কেটে কবর থেকে আমার বাবার কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
Comments