বাংলাদেশকে হারিয়ে যা বললেন আফগান অধিনায়ক
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অল্প পুঁজি নিয়েও বোলারদের দক্ষতায় বড় জয় পেয়েছে তারা। ম্যাচ শেষে আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলছেন, বোলারদের ওপর আস্থা ছিল তার সেটারই প্রতিদান দিয়েছেন তারা।
বুধবার (৬ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করতে নেমেছিল আফগানরা। ম্যাচের ৪৯ ওভার ৪ বলে ২৩৫ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন মোহাম্মদ নবি। তাছাড়া ফিফটি পেয়েছেন শাহিদি। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
২৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৪ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন শান্ত। আফগানিস্তানের হয়ে একাই ৬ উইকেট শিকার করেছেন গজনফর।
ম্যাচশেষে পুরস্কার বিতরণী মঞ্চে আফগান কাপ্তান বলেন, 'দলের পারফরম্যান্স নিয়ে অনেক খুশি। আমরা পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমার বিশ্বাস ছিল এটা যথেষ্ট। আমরা ৫ উইকেট হারিয়েছিলাম কিন্তু নবি উইকেটে আসার পর সে ইতিবাচক ব্যাটিং করেছে। আমরা বলছিলাম যে ২২০ রান ভালো স্কোর হবে।'
৬ উইকেট নিয়ে বাংলাদেশকে হারানো গজনফরের প্রশংসায় শাহিদি বলেন, 'স্পিনাররা বেশ ভালো বোলিং করেছে। সে (গজনফর) একটা স্পেশাল ট্যালেন্ট।'