বানরদের খাওয়ানোর জন্য প্রায় দেড় কোটি টাকা দিলেন অক্ষয়
ভারতের অযোধ্যায়, যেখানে হনুমানকে রামভক্ত হিসেবে সম্মানিত করা হয়, সেখানে সম্প্রতি এক বিশেষ উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অযোধ্যার বানরদের জন্য খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে তিনি ১ কোটি রুপি অনুদান দিয়েছেন। এই উদ্যোগটি অঞ্জনেয় সেবা ট্রাস্ট নামক একটি সংস্থার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে, যা বানরদের দৈনন্দিন খাবারের ব্যবস্থা করছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অযোধ্যায় রামমন্দিরের আশপাশে বেশ কিছু হনুমান বা বানরের দেখা মেলে। তবে খাবারের অভাবে তারা প্রায়ই দুর্ভোগে পড়েন। মানুষের সাহায্য ছাড়া তাদের জন্য খাবার জোগাড় করা সম্ভব ছিল না। অক্ষয়ের এই উদ্যোগে বানরদের জন্য খাদ্য সরবরাহের ব্যবস্থা আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
অক্ষয়কে এই উদ্যোগের জন্য অনুরোধ জানিয়েছিল সংস্থাটি। অভিনেতা তার দানে কেবল বানরদের খাদ্য সমস্যার সমাধান করতে চান না, বরং তিনি মানুষের সহানুভূতিরও উদাহরণ স্থাপন করতে চান। ১ কোটি রুপি দান করে প্রমাণ করেছেন যে, খিলাড়ি কেবল একজন অভিনেতা নন, বরং একজন সমাজসেবকও।
এটি প্রথমবার নয়, এর আগে গত আগস্টে মুম্বাইয়ের হাজি আলি দরগার উন্নয়নে প্রায় সোয়া এক কোটি টাকা দান করেছিলেন অক্ষয়। তিনি নিয়মিতভাবে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত থাকেন, যা তার মানবিকতার পরিচায়ক।