উল্লাপাড়ায় জন্মনিরোধক ঔষুধ সংকট, দুর্ভোগে সুবিধাভোগীরা
জন্মনিরোধ মোকাবিলায় সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় ফ্যামিলি ওয়ের ফেয়ার এ্যাসিসটেন্টদের দিয়ে গ্রামে গ্রামে এবং কমিউনিটি ক্লিনিকগুলোয় সপ্তাহে দুইদিন বিনামূল্যে ঔষধ দেওয়া শুরু করে। তবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসব ঔষধ সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে গ্রামের অসহায় অস্বচ্ছল পরিবার গুলো। মুলত দরিদ্র অসহায় সাধারণ মানুষের কথা চিন্তা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় পরিবার কল্যাণ সহকারিদের মাধ্যমে গ্রামে গ্রামে মহিলাদের জন্য জন্মনিরোধক ওষুধ বিতরণ করা হয়।
বর্তমানে এসব ঔষধ সংকট হওয়ায় ভোগান্তিতে পড়েছে সুবিধাভোগীরা। অনেকে কমিউনিটি ক্লিনিকে এসে ওষুধ সরবরাহ না থাকায় খালি হাতে ফিরছেন। আর এই সব ঔষধ সরবরাহ বন্ধ থাকায় অনেকে বাজার থেকে বিভিন্ন ধরনের ঔষধ কিনে খাচ্ছেন। জন্ম নিরোধক ঔষধ গুলোর মধ্যে সুখি খাবার বড়ি, কনডম, সিরিজ, পিল এগুলোর বেশি সংকট দেখা দিয়েছে। কমিউনিটি ক্লিনিকে এগুলো সংকট থাকায় দুর্ভোগে পড়েছে প্রত্যন্ত এলাকার সাধারন মানুষ।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ও ৭০ টি কমিউনিটি ক্লিনিক ঘুরে জানা গেছে দীর্ঘদিন ধরে এসব ঔষধ সংকট রয়েছে। তাই ঔষধ বিতরণ বন্ধ রয়েছে।
এসব ঔষধ সেবন করা গ্রামের মহিলারা বলেন, দীর্ঘদিন প্রায় ৬ মাস যাবত ঔষধ দেওয়া হচ্ছে না। আগে গ্রামে গ্রামে এসে ঔষধ দিয়ে যেত কিন্তু এখন তারা আর ঔষধ দিচ্ছে না। এছাড়া এই সব ঔষধগুলো স্থানীয় কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে দুইদিন দেওয়া হতো। বর্তমানে সেটিও বন্ধ আছে। আর এসব ঔষধ দেওয়া বন্ধ থাকায় বাজার থেকে বিভিন্ন ধরনের ঔষধ কিনে আনতে হচ্ছে।
এ বিষয়ে ফ্যামিলি ওয়ের ফেয়ার এ্যাসিসটেন্ট সাবিনা খাতুন বলেন, আমি মুলত বড় কোয়ালিবেড় কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে দুইদিন ঔষধ দেই এছাড়া গয়হাট্টা, শ্রী পাঙ্গাসী, বড় কোয়ালিবেড়, রাহুলিয়া এই সব এলাকায় ঔষধ দিয়ে থাকি। তবে জন্মনিরোধক ঔষধ গুলো প্রায় ৬ মাস ধরে সংকট দেখা দিয়েছে। আর এই সংকট হওয়ায় আমাদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে। গ্রামে গেলে মহিলাদের নানা ধরনের কথা শুনতে হয়। তাই এই সংকট দ্রুত সমাধান হলে আমাদের ভালো হয়।
উল্লাপাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিগত ছয়মাস যাবত এসব ঔষধ সংকট দেখা দিয়েছে। আমাদের যা চাহিদা এবং বিতরণ নিতিমালা অনুযায়ী যেটা সরবরাহ পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। তবে উর্ধতন কতৃপক্ষকে এ বিষযে জানানো হয়েছে, খুব দ্রুতই এর সমাধান হবে।
Comments