‘মেলানিয়া’ তথ্যচিত্র বক্স অফিসে চমক দেখাতে পারে
ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত ব্যয়বহুল তথ্যচিত্র 'মেলানিয়া' মুক্তির পর উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশার চেয়ে ভালো সূচনা করেছে। প্রথম সপ্তাহান্তে ছবিটি ৮–৯ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছবিটি পরিচালনা করেছেন ব্রেট র্যাটনার। এর স্বত্ব কিনতে অ্যামাজন এমজিএম খরচ করেছে ৪০ মিলিয়ন ডলার এবং বিপণনে আরও ৩৫ মিলিয়ন ডলার, যা একে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্রে পরিণত করেছে।
প্রথমদিকে টিকিট বিক্রি ধীর থাকলেও পরে গতি বাড়ে। রাজনৈতিক সমর্থন, বিশেষ করে ট্রাম্পের আহ্বান ও রক্ষণশীল গোষ্ঠীর প্রচারণা দর্শক টানতে ভূমিকা রাখছে। তবে সমালোচকদের রিভিউ বেশ নেতিবাচক।
আন্তর্জাতিক বাজারে ছবিটি ঝুঁকির মুখে রয়েছে—কিছু দেশে কম সাড়া মিলেছে, এমনকি দক্ষিণ আফ্রিকায় মুক্তিও বাতিল হয়েছে। সব মিলিয়ে, 'মেলানিয়া' এখন রাজনীতি ও বিনোদনের মিশেলে আলোচিত এক বক্স অফিস লড়াই।
Comments