ইরানে ইন্টারনেট শাটডাউনের আশঙ্কা, দাবি নির্বাসিত যুবরাজের
ইরানের বিক্ষোভের মাঝে নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি অভিযোগ করেছেন, শাসকগোষ্ঠী আবারও ইন্টারনেট বন্ধ করার চেষ্টা করছে। তিনি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বলেছেন, তাদের প্রচেষ্টা থাকলেও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। হোক সেটা স্টারলিংক ডিভাইস বা ইরান ইন্টারন্যাশনাল ও মানোটোর মাধ্যমে।
ইরানের উত্তর-পূর্ব শহর মাশহাদে বিক্ষোভকারীরা একটি বিশাল জাতীয় পতাকা নামিয়ে ফেলেছেন। তবে পতাকার সঠিক অবস্থান ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। ইরানের প্রধান বিচারপতি সতর্ক করেছেন, সহিংসতা সৃষ্টিকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের স্বার্থে কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, রাস্তার অশান্তি ও সহিংসতাকারীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।
সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমীর হাতামি বলেছেন, যেকোনো আগ্রাসীর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে এবং দেশের সামরিক প্রস্তুতি আগের চেয়ে শক্তিশালী। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, চলমান বিক্ষোভে ৩৫ জন নিহত এবং ১,২০০ জনের বেশি আটক হয়েছেন। ফার্স নিউজ জানায়, অন্তত ৩০০ পুলিশ ও আইআরজিসি সদস্য আহত হয়েছেন।
Comments