রাশিয়ার হামলায় ইউক্রেনে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়
তীব্র শীতের মধ্যে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থাকে ভেঙে দিতে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। সর্বশেষ হামলায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝঝিয়া প্রায় সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ বিভ্রাটের পাশাপাশি পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, ফলে শীতের মধ্যে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক ও জাপোরিঝঝিয়া অঞ্চল প্রায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। বুধবার রাতে টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো বর্তমানে বিকল্প বা রিজার্ভ বিদ্যুতে চালু রয়েছে। কর্মকর্তারা জানান, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পানি সরবরাহ ও ইন্টারনেট সেবাও ব্যাহত হয়েছে।
মূলত তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ অচল করে দিতে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা আরও বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিদেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, 'প্রতিদিনই শত্রুপক্ষের হামলার মুখে রয়েছে ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা। মানুষের জন্য আলো ও তাপ নিশ্চিত করতে জ্বালানি খাতের কর্মীরা চরম কঠিন পরিস্থিতিতে কাজ করছেন।'
তিনি আরও বলেন, 'খারাপ আবহাওয়া গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।'
মূলত তাপমাত্রা দ্রুত কমে যাওয়ার মধ্যেই বিদ্যুৎ ও শীতের মধ্যে প্রয়োজনীয় গরমের এই বিপর্যয় দেখা দিয়েছে। রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রনারগো টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই হামলায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি মেরামত কাজ শুরু করা হবে। সংস্থাটি জানায়, 'জ্বালানি কর্মীদের প্রধান লক্ষ্য হচ্ছে গুরুত্বপূর্ণ অবকাঠামো দ্রুত সচল করা।'
এদিকে দিনিপ্রো শহরের মেয়র বোরিস ফিলাতভ টেলিগ্রামে জানিয়েছেন, শহরের সব হাসপাতাল পুরোপুরি জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছে। তিনি বলেন, 'প্রয়োজনীয় পানির মজুত রয়েছে, চিকিৎসাসেবা বন্ধ হয়নি। আবাসিক ভবনগুলোতেও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশন চালু রাখা হয়েছে।'
বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্কুলের ছুটি ৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। জাপোরিঝঝিয়া অঞ্চলের প্রশাসনপ্রধান ইভান ফেদোরভ বলেন, বিদ্যুৎ সংযোগ পুনরায় সচলে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'এখনও পুরো অঞ্চল বিদ্যুৎহীন থাকলেও সরবরাহ কর্মীরা প্রায় সবার ঘরে ঘরে পানি পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।'
ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকের প্রধান নির্বাহী ম্যাক্সিম তিমচেঙ্কো গত মাসে বিবিসিকে জানান, রাশিয়ার ধারাবাহিক হামলার কারণে তাদের প্রতিষ্ঠান স্থায়ী সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে। শীতকালে ইউক্রেনের বেশিরভাগ এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। ৫৬ লাখ ইউক্রেনীয়কে বিদ্যুৎ সরবরাহকারী ডিটিইকের প্রধান এই নির্বাহী বলেন, হামলার মাত্রা এত ঘন ঘন হচ্ছে যে, 'পুনরুদ্ধারের সুযোগই পাচ্ছি না'।
Comments