আফগান সীমান্তে হামলা: ছয় পাকিস্তানি সেনা নিহত
আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলে এক হামলায় ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছে—মঙ্গলবার রয়টার্সকে এমনটি জানিয়েছেন একাধিক সূত্র।
সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলার একটি নিরাপত্তা চৌকিতে এই হামলা চালানো হয়। এতে ছয়জন সেনা সদস্য নিহত হন।
এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে এক পাকিস্তানি কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হামলার পেছনে তেহরিক–ই–তালিবান পাকিস্তান (টিটিপি) জড়িত।
পাকিস্তান–আফগানিস্তান সীমান্তাঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে হামলা বেড়ে গেছে। আফগান তালেবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভেঙে পড়ায় সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত অক্টোবরে দু'পক্ষের মধ্যে ২০২১ সালের তালেবান শাসন পুনঃপ্রতিষ্ঠার পর সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ ঘটে, যাতে বহু মানুষ নিহত ও শতাধিক আহত হন।
তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার চেষ্টা হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি। পাকিস্তান ইতোমধ্যেই বলেছে—এই আলোচনা ব্যর্থ।
দেশে ধারাবাহিক হামলার জন্য পাকিস্তান আফগান তালেবানকে দোষারোপ করছে, কারণ তারা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ।
সম্পর্কের অবনতি যত বেড়েছে, টিটিপি ততই পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর হামলা বাড়িয়েছে। আফগান তালেবানের মতাদর্শের সঙ্গে সামঞ্জস্য থাকলেও টিটিপি পৃথক একটি গোষ্ঠী—যারা পাকিস্তান রাষ্ট্রের বিরোধী এবং শারিয়া আইনভিত্তিক "সত্যিকারের ইসলামি রাষ্ট্র" কায়েমের লক্ষ্য ঘোষণা করেছে।
সাউথ এশিয়া টেররিজম পোর্টাল (এসএটিপি)-এর তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর পর্যন্ত চলতি বছর পাকিস্তানে সন্ত্রাসবাদজনিত মৃত্যু প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ। ২০১৪ সালের পর আর কোনো বছরে এত বেশি প্রাণহানি ঘটেনি; ওই বছর নিহত হয়েছিল ৫,৫১০ জন।
Comments