যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা পাকিস্তানে “ভীতিপ্রদর্শনের” ঘটনায় জরুরি পদক্ষেপ চাইলেন
প্রমিলা জয়পাল ও গ্রেগ কাসার সহ যুক্তরাষ্ট্রের ৪৪ জন ডেমোক্র্যাট আইন প্রণেতা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন, পাকিস্তানে সাম্প্রদায়িক প্রেষণ, সাংবাদিক ও সমালোচকদের ভয়ভীতি ও নিপীড়নকারীদের ওপর তৎক্ষণাৎ ভিসা নিষেধাজ্ঞা আরোপের জন্য। তারা সম্পদ আটকানোর মতো "লক্ষ্যভিত্তিক ব্যবস্থা"নেওয়ার দাবিও করেছেন।
চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে এমন একটি প্রশাসনিক ব্যবস্থা গঠন করা হয়েছে যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক, সামাজিক মাধ্যম ব্যবহারকারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ — বিশেষ করে বালোচিস্তানে ভয়-ভীতি, জবরদস্তি, অপহরণ ও অগত্যা কারাবাসের শিকার হয়েছেন। প্রবাসী পাকিস্তানি বা যুক্তরাষ্ট্রের নাগরিক যারা পাকিস্তানের সামরিক শাসনের সমালোচনা করেছেন, তাদের এবং তাদের পরিবারের সদস্যদের ওপর "স্থানান্তরিত দমন" হতে দেখা গেছে।
আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বলছেন, এ ধরনের আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। তারা প্রস্তাব দিচ্ছেন — ভিসা নিষিদ্ধ, সম্পদ জব্দ এবং কর্পোরেট/ব্যক্তিগত পরিচয়ে আন্তর্জাতিক জরিপ চালানো — যেন যারা এসব অপরাধ করবে, তাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো যায়। বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় বা ওয়াশিংটনস্থিত পাকিস্তান দূতাবাস থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments