মামদানি জিতলে ফেডারেল তহবিল কমানোর হুমকি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মেয়র নির্বাচনে মামদানি জয়ী হলে শহরটির ফেডারেল তহবিল সীমিত করে দেওয়া হবে। ভোটের আগের দিন নিজের সামাজিক মাধ্যমে ট্রাম্প এ সতর্কতা দেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, "যদি কমিউনিস্ট প্রার্থী জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিতে যান, তাহলে আমি কেবল আইন অনুযায়ী ন্যূনতম ফেডারেল তহবিল দেব। কারণ একজন কমিউনিস্টের নেতৃত্বে এই শহরের সফলতা বা টিকে থাকার কোনো সম্ভাবনাই থাকবে না।"
নিউইয়র্কের কুইন্স থেকে নির্বাচিত অ্যাসেম্বলিম্যান মামদানি বাসস্থান সংস্কার, গণপরিবহন সম্প্রসারণ ও সামাজিক কল্যাণ কর্মসূচির পক্ষে দীর্ঘদিন ধরেই সোচ্চার। তিনি নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন, তবে ট্রাম্পসহ রক্ষণশীলদের দেওয়া "কমিউনিস্ট" তকমা তিনি বরাবরই প্রত্যাখ্যান করেন।
এদিকে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার ধারণ করেছে। প্রাথমিক ভোটগ্রহণ শেষ হয়েছে এবং শহরের ৫০ লাখের বেশি ভোটার মঙ্গলবার ভোট দেবেন।
তার প্রস্তাবিত নীতির মধ্যে রয়েছে ধনীদের ওপর কর বৃদ্ধি, করপোরেট ট্যাক্স বাড়ানো, স্থিতিশীল ভাড়া ফ্ল্যাটে ভাড়াবৃদ্ধি স্থগিত রাখা এবং সরকারিভাবে ভর্তুকি দেওয়া আবাসন বাড়ানো— যা নিয়ে নিউইয়র্কের ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে ইসরায়েলের গাজায় আগ্রাসন নিয়ে মামদানির সরব অবস্থান ও তার সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি জাতীয় পর্যায়ে ডেমোক্র্যাট দলকে তরুণ ভোটারদের কাছে জনপ্রিয় করলেও রিপাবলিকানদের আক্রমণের সুযোগ করে দিচ্ছে বলে মত দিচ্ছেন পর্যবেক্ষকরা।
 
        
      
Comments