গোপালগঞ্জে এম,এস মেটাল ইন্ডস্ট্রিজে মিলাদ ও দোআ অনুষ্ঠান অনুষ্ঠিত
গোপালগঞ্জে কাশিয়ানীতে এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি অ্যাড. সরিফুল ইসলাম দুর্জয়-এর পিতা মরহুম আবুল বসার ওরফে বসন মিয়ার ৮ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল, দোআ ও স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জর কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়িয়া গ্রামের এস এম মেটাল কারখানা প্রাঙ্গনে এ স্মৃতিচারন সভায় যোগদেন দেশের নানা প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিল্পপতি, চীন ও বাংলাদেশের ব্যবসায়ী, এলাকার গনমান্য ব্যক্তিবর্গ ও জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরতঃ সংবাদকর্মিগন।
এম এস মেটালের পরিচালক ও সিইও লেঃ কর্নেল (অবঃ) এনামুল আরিফ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মৃতিচারন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম এস মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড. মনিরা খাতুন।
নিভৃত পল্লীতে এমন একটি শিল্পপ্রিষ্ঠান গড়ে উঠছে দেখে অনেকেই বিস্মিত হয়ে এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিষ্ঠার কারিগর বিশিষ্ট শিল্পপতি এ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়ের প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানের এম. এস মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট মনিরা খাতুন উপস্থিত সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এম এস মেটাল ইন্ডস্ট্রিজ ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে এই কারখানা পরিচালিত হচ্ছে।
এম. এস মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের চেয়ারম্যান এডভোকেট মনিরা খাতুন তার শ্বশুর মরহুম আবুল বসার-বসন মিয়ার স্মৃতিচারণ করে বলেন, আমার সৌভাগ্য আমার শ্বশুর বসন মিয়া এবং আমার মরহুমা শাশুড়ী লাইলি বেগমের সাথে এক সঙ্গে থাকতে পেরেছিলাম এবং তাদের সেবা করার সৌভাগ্য হয়েছে আমার।
তিনি বলেন, এম এস মেটাল ইন্ডাস্ট্রিজে ৫ হাজার মানুষের কর্মসংস্থানের স্বপ্ন নিয়ে আমরা অবিরাম এগিয়ে যাচ্ছি৷ আপনারা জেনে খুশি হবেন যে, ইতিমধ্যে আমাদের এই ফ্যাক্টরিতে চীনের ব্যবসায়ীরা আমাদের সাথে যৌথ বিনিয়োগ করেছেন এবং প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন চীনের একদল দক্ষ ইঞ্জিনিয়ার। সম্প্রতি ভারত ও নেপালের ব্যবসায়ীরা পরিদর্শন করে গেছেন আমাদের এম. এস মেটাল ইন্ডাস্ট্রি। তারা আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে যৌথ বিনিয়োগের। আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। মহান আল্লাহ চাইলে একদিন এই গ্রাম শহরে রুপান্তরিত হবে ইনশাআল্লাহ।
গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমরা বাজার মূল্যে বা তার চেয়ে বেশি টাকা দিয়ে জমি কিনেছি সত্য তবে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ও ঋনী কারণ এই ফ্যাক্টরির জন্য আপনারা পুর্বপুরুষের জমি দিয়েছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে ৫০০০ লোকের কমসংস্থানের যে স্বপ্ন তা পুরণ হবে খুব অল্প সময়ের মধ্যে। আমি আমার স্বামীর সাথে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের নানা ফ্যাক্টরি পরিদর্শন করেছি। এই সেক্টরে সর্বোচ্চ পরিবেশবান্ধর এবং সর্ব বৃহৎ ফ্যাক্টরি হিসাবে এম এস মেটাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করার পথে আমরা।
এম এস মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্রীন ডাইনেস্টি লিমিটেডের সিইও লে. কর্নেল অব. এনামুল আরিফ সুমন বলেন, আমি আপনাদের আস্বস্ত করতে চাই, এম এস মেটাল ইন্ডাস্ট্রি শতভাগ পরিবেশবান্ধব৷ শুধু বাংলাদেশ নয়, এশিয়ার সেরা হবে এই কারখানাটি৷
তিনি আরো বলেন, শ্রমিক-কর্মচারীদের প্রতি এ্যাডভোকেট সরিফুল ইসলাম দুর্জয়৷ সাহেবের যে আবেগ-ভালবাসা দেখেছি তা অতুলনীয়৷ #
বাদল সাহা
গোপালগঞ্জ
Comments