গোপালগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন
গোপালগঞ্জে গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ থাকা মোবাইল ব্যবসায়ী মিজানুর রহমানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে স্থানীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জামিলা ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি তার স্বামীকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, গত ৮ নভেম্বর রাত ৯ টার দিকে নিখোঁজ ব্যবসায়ী মিজানুর রহমানকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে যায় তার ব্যবসায়িক পার্টনার জাহিদ নামে আরেক ব্যবসায়ী। এরপর থেকেই কোন সন্ধান পাওয়া যায়নি মিজানের বন্ধ রয়েছে তার সব কয়টি মোবাইল নাম্বার।
এ সময় উপস্থিত ছিলেন নিখোঁজ মিজানুর রহমানের পিতা হারেজ মোল্লা, ছোট ভাই হিরু মোল্লাসহ পরিবারের লোকজন। #
Comments