৬০০ বছর পর জেগে উঠল কামচাটকার আগ্নেয়গিরি

প্রায় ৬০০ বছর পরে জেগে উঠেছে রাশিয়ার কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, গত সপ্তাহে রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছিল, তার জেরেই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি।
কামচাটকা অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, ৬০০ বছর পরে এই প্রথমবার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়েছে। এ তথ্য ঐতিহাসিকভাবে নিশ্চিত করা গেছে। বুধবার যে ভূমিকম্প হয়েছে তার জেরেই এমনটা হয়েছে বলে ধারণা তার। ওই ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়।
ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির টেলিগ্রাম চ্যানেলকে গিরিনা জানিয়েছেন, ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি থেকে শেষবার লাভা নির্গত হয়েছিল ১৪৬৩ সালে (৪০ বছর আগে পরে হতে পারে)। তারপরে এত বছর আর ওই আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হওয়ার কোনো প্রমাণ নেই।
রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর ৬ হাজার মিটার (৩.৭ মাইল) পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী রেকর্ড করা হয়। আগ্নেয়গিরিটি নিজেই ১ হাজার ৮৫৬ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে। ছাইয়ের মেঘ পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেছে। এই পথে কোনো জনবসতিপূর্ণ এলাকা নেই। ওই এলাকা দিয়ে বিমান চলাচলের ক্ষেত্রে কমলা সতর্কতাও জারি করা হয়। এটি উচ্চ ঝুঁকি ও সতর্কতা নির্দেশ করে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নিকটবর্তী কুরিল দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকার তিনটি এলাকায় সুনামির ঢেউ উঠতে পারে বলে রোববার দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ান বিজ্ঞানীরা বুধবার সতর্কও করেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই অঞ্চলে শক্তিশালী আফটারশক হতে পারে।
সূত্র: রয়টার্স
Comments