যেসব দেশে সবচেয়ে বেশি শুল্ক বসাল যুক্তরাষ্ট্র?

বিশ্বের বহু দেশ এবং অঞ্চল থেকে আমদানি করা পণ্যের ওপর ১০ শতাংশ থেকে শুরু করে ৪১ শতাংশ পর্যন্ত 'পারস্পরিক শুল্ক' আরোপের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩১ জুলাই) 'পারস্পরিক শুল্ক হার আরও সংশোধন' শীর্ষক এক বিবৃতিতে, মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রায় ৭০টি বাণিজ্যিক অংশীদার এবং তাদের নিজ নিজ 'সমন্বিত' শুল্ক হার তালিকাভুক্ত করেছে।
এর মধ্যে অনেক দেশ ও অঞ্চলের ওপর শুল্ক হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, আবার অনেক দেশ-অঞ্চলের ওপর থেকে কমানো হয়েছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে, এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার ওপর।
সিরিয়ার পর, লাওস ও মিয়ানমারের ওপর যথাক্রমে ৪০ শতাংশ করে শুল্কারোপ করা হয়েছে। আর সুইজারল্যান্ডের ওপর আরোপ করা হয়েছে ৩৯ শতাংশ শুল্ক।
৩৫ শতাংশ করে শুল্কের মুখে পড়েছে সার্বিয়া ও ইরাক। এছাড়াও ৩০ শতাংশ করে কয়েকটি দেশের ওপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, লিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ১৫ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বেশ কিছু দেশের ওপর।
এদিকে, মাত্র দুটি দেশ ও অঞ্চলের ওপর আরোপ করা হয়েছে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক।
Comments