পেহেলগাম ইস্যুতে বিতর্ক, গোয়েন্দা ব্যর্থতার তীব্র সমালোচনা প্রিয়াঙ্কা গান্ধীর

ভারতের কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে চালানো 'অপারেশন সিন্দুর' নিয়ে দেশটির পার্লামেন্টে তীব্র বিতর্ক হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) পার্লামেন্টে এ নিয়ে বিতর্কের সময় বিরোধী দল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী 'গোয়েন্দা ব্যর্থতার জন্য' সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি প্রশ্ন তুলেছেন, পেহেলগামের মতো জনপ্রিয় পর্যটনস্থলে কীভাবে গোয়েন্দা ব্যর্থতা ঘটল এবং কেন সেই জায়গাটি সম্পূর্ণ অরক্ষিত ছিল।
সেদিনের হামলায় ২৬ জনের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে প্রিয়াঙ্কা বলেন, সরকার যতই অপারেশন চালাক না কেন, পেহেলগামে সেদিন কোনো নিরাপত্তা ছিল না, এটাই সত্য। এই চরম সত্যকে সরকার কোনো দিন লুকাতে পারবে না।
তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদ, জাতীয় নিরাপত্তা, ইতিহাস, সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু একটা বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। ২০২৫ সালের ২২ এপ্রিল ২৬ জন মানুষ যখন তাদের পরিবারের সামনে নিহত হলেন, সেই হামলা কীভাবে হলো, কেন হলো?
তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি জবাবদিহি দাবি করে বলেন, কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি এবং কীভাবে এমন নৃশংসতা ঘটল, যেখানে পর্যটকরা সম্পূর্ণ অসহায় ছিলেন।
নরেন্দ্র মোদি ও অমিত শাহর উদ্দেশে প্রিয়াঙ্কা বলেন, এই দেশের সব মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের– প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা তারা কোনো দিন অস্বীকার করতে পারবেন না। অমিত শাহ পেহেলগামের ঘটনার দুই সপ্তাহ আগে কাশ্মীরে গিয়েছিলেন। সেখান থেকে দাবি করেন, ভূস্বর্গ সন্ত্রাসবাদমুক্ত হয়েছে। তাহলে ফের হামলা হলো কীভাবে?
Comments