কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালালো থাইল্যান্ড

থাই-কম্বোডিয়ার মধ্যকার চলমান সংঘাত বন্ধে মালয়েশিয়ায় আলোচনার টেবিলে বসতে দু'দেশ একমত হওয়ার পর কম্বোডিয়ার আর্টিলারি ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড। সোমবার (২৮ জুলাই) হামলার তথ্য নিশ্চিত করেছে রয়েল থাই আর্মি (আরটিএ)।
থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবরে বলা হয়, কম্বোডিয়া সীমান্তে সুরিন প্রদেশের সীমান্তবর্তী একটি ভবনে হামলা চালিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী। ওই ভবনটি কামান ঘাঁটি হিসেবে কম্বোডিয়ার বাহিনী ব্যবহার করছিল।
রয়েল থাই আর্মি (আরটিএ) জানিয়েছে, থাইল্যান্ডের মাটিতে ভারী অস্ত্র নিক্ষেপের জন্য ওই ভবনটি ব্যবহার করা হতো। থাই বাহিনী আরও জানায়, ভবনটি জনশূন্য ছিল, ভেতরে কোনও বেসামরিক নাগরিক ছিল না। কারণ, কম্বোডিয়া এটিকে আর্টিলারি লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে আসছিল।
থাই সীমান্তের কপ চুয়েং জেলার চং চম পয়েন্ট সংলগ্ন এলাকায় ওই ভবনটিতে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থাই সেনাবাহিনী এই ব্যাখ্যা দেয়। ভিডিওটিতে দেখা যায়, সুরিন প্রদেশের কাপ চোয়েং জেলার চং চোম পাসে থাই সীমান্তের ওপারে অবস্থিত ভবনটিতে থাই অস্ত্রের আঘাত লেগেছে।
Comments