গাজার মানবিক বিপর্যয় সম্পর্কে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, গাজাবাসীকে 'অবর্ণনীয় ও অপ্রতিরোধ্য দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই দুর্ভোগ কোনোভাবেই যৌক্তিকভাবে সমর্থনযোগ্য নয়।'
বৃহস্পতিবার (২৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। হত্যাকাণ্ড বন্ধ এবং ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাজ্য ই-থ্রি অংশীদারদের সঙ্গে জরুরি পদক্ষেপ নিতে চাইছে বলেও বিবৃতিতে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ই-থ্রি হলো- ২০০৩ সালে যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্স দ্বারা প্রতিষ্ঠিত একটি অনানুষ্ঠানিক বৈদেশিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'আমরা স্পষ্ট যে রাষ্ট্র প্রতিষ্ঠা ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার।'
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, 'গাজার পরিস্থিতি নতুন গভীরতায় পৌঁছেছে এবং আরও খারাপ হচ্ছে। আমরা একটি মানবিক বিপর্যয় প্রত্যক্ষ করছি। আমি আগামীকাল (শুক্রবার) ই-থ্রি অংশীদারদের একটি জরুরি আলোচনার আহ্বান জানাব, যেখানে আমরা হত্যাকাণ্ড বন্ধ করতে এবং মানুষকে তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করতে কী করতে পারি তা নিয়ে আমরা আলোচনা করব। আমরা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করব।'
নতুন করে কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়ে স্টারমার বলেন, 'এই অন্ধকার সময়ে আশাবাদী ভবিষ্যৎ দেখা কঠিন। তবে আমি সকল পক্ষের প্রতি সৎ বিশ্বাস ও দ্রুততার সাথে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাস্তবায়নের এবং হামাসের পক্ষ থেকে সকল জিম্মিকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহ্বান পুনর্ব্যক্ত করতে চাই। এটি নিশ্চিত করার জন্য আমরা যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করি।'
তিনি ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সংঘাতের যেকোনো স্থায়ী সমাধানের জন্য এটিকে অপরিহার্য বলে উল্লেখ করেন। স্টারমার বলেন, 'ফিলিস্তিনি রাষ্ট্র সেদেশের নাগরিকদের অবিচ্ছেদ্য অধিকার। একটি যুদ্ধবিরতি ফিলিস্তিনি রাষ্ট্র এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের স্বীকৃতির পথে নিয়ে যাবে, যা ফিলিস্তিনি এবং ইসরায়েলিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে।'
Comments