কচ্ছপটির কান্না হয়তো কোস্ট গার্ডের কানে পৌঁছেছিল!

সুন্দরবনের চুনকুরি নদীর পানিতে রক্তাক্ত অবস্থায় ভেসে যাচ্ছিল একটি কচ্ছপ। তার এক পা নেই, শরীর জর্জরিত এবং নিঃশব্দে সে সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছিল যেন।
শুক্রবার দুপুরে টহলরত বাংলাদেশ কোস্ট গার্ডের দোবেকী স্টেশনের সদস্যরা ক্ষতবিক্ষত ওই কচ্ছপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে বন বিভাগের সহযোগিতায় কচ্ছপটিকে একটি নিরাপদ পুকুরে অবমুক্ত করা হয়।
বন বিভাগের মতে, এটি 'অলিভ রিডলে সি টার্টল' প্রজাতির একটি সামুদ্রিক কচ্ছপ, যা বিশ্বব্যাপী বিপন্ন প্রজাতির মধ্যে রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, "জীবন শুধু মানুষের নয়, প্রকৃতির প্রতিটি প্রাণীর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।"
একটি কচ্ছপের প্রাণ বাঁচানো হলো মানবতার এক অনন্য নজির।
Comments