বেগম খালেদা জিয়ার পক্ষে মাহেরীর চৌধুরীর পরিবারের পাশে মহিলা দল

ঢাকা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের দূর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধীতে শেষ শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
আজ ২৫ জুলাই শুক্রবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এর নেতৃত্বে জেলা উপজেলার কর্মীরা,নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি ইউনিয়নের চৌধুরীপাড়ায় মাহেরীনের বাবার বাড়িতে যান। সেখানে তাঁর স্বামী, দুই সন্তান ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান তাঁরা। সাথে সফর সঙ্গী হিসেবে ছিলেন জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার , জলঢাকা পৌর সভাপতি নাসরিন আকতার ববি, লালমনিরহাট জেলা সভাপতি রোজী বেগম প্রমুখ।
পরে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কবরস্থানে মাহেরীনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী মহিলা দল।
এসময় দলীয় সভানেত্রী আফরোজা আব্বাস বলেন,মাহেরীন চৌধুরী শুধু একজন শিক্ষকই নন,তিনি একজন গর্বিত জননী। নিজের জীবন দিয়ে তিনি শিক্ষার্থীদের রক্ষা করেছেন। তাঁর এই আত্মত্যাগ বাংলাদেশ বাংলাদেশের মানুষ স্মরণীয় করে রাখবে। উল্লেখ যে মরহুম মাহেরীন চৌধুরী হলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি।
Comments