ইউরোপজুড়ে চলমান তাপপ্রবাহ-দাবানলে পুড়ে গেছে লুক্সেমবার্গের সমান অঞ্চল

চরম তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপের কিছু অংশ। এই বছর এখন পর্যন্ত মহাদেশজুড়ে দাবানলে লুক্সেমবার্গের আয়তনের একটি এলাকা পুড়ে গেছে।
এপ্রিল মাস থেকে 'রেকর্ড-ভাঙা তাপমাত্রা' ইউরোপের বিভিন্ন অংশে দাবানলের তীব্রতা আরও বৃদ্ধি করে চলেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গ্রীক সাইপ্রিয়ট প্রশাসনের লিমাসল শহরে কমপক্ষে ১০০ বর্গকিলোমিটার জমি মাটিতে মিশে গেছে। বহু বাড়িঘর ধ্বংস হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। একটি পুড়ে যাওয়া গাড়িতে দু'জনের মৃতদেহ পাওয়া গেছে।
এই সপ্তাহের শুরুতে দক্ষিণ গ্রীক শহর করিন্থের কাছেও দাবানল থেকে একটি বড় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। ফলে বাসিন্দারা বেশ কয়েকটি গ্রাম খালি করতে বাধ্য হয়।
চলমান তাপপ্রবাহের সঙ্গে দাবানলের হুমকি অব্যাহত থাকায় ইউরোপের অন্যান্য অংশ এখনো সতর্ক অবস্থায় রয়েছে।
ফ্রান্স, ইতালি এবং পোল্যান্ডের মতো দেশগুলো চরম তাপমাত্রা মোকাবেলায় কিছু জনসচেতনামূলক পদক্ষেপ নিয়েছে।
ফ্রান্সের মার্সেইতে কর্তৃপক্ষ পাবলিক সুইমিং পুল বিনামূল্যে ব্যবহারের নির্দেশ দিয়েছে। কিছু শহরে স্কুল বন্ধ রয়েছে। ইতালি তীব্র তাপের সময় ১৩টি অঞ্চলে বাইরের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
এই গ্রীষ্মে তুরস্কেও শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।
ইউরোপীয় বন অগ্নিকাণ্ড তথ্য ব্যবস্থা অনুসারে, বছরের শুরু থেকে মোট ২ লাখ ৩৭ হাজার ১৫৩ হেক্টর জমি পুড়ে গেছে। এর মধ্যে এখন পর্যন্ত ১২৫০টি অগ্নিকাণ্ডের ঘটনা রিপোর্ট করা হয়েছে। যেখানে গত বছরজুড়ে অগ্নিকাণ্ডের সংখ্যা ছিল ৮৬১টি।
বিশেষজ্ঞরা অনুমান করেছেন, ১২ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে তীব্র তাপপ্রবাহের সময় ইউরোপের ১২টি শহরে তাপ-সম্পর্কিত কারণে প্রায় ২ হাজার ৩০০ জন মারা গেছেন।
Comments