ওবামার বিরুদ্ধে ট্রাম্পের ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে 'রাষ্ট্রদ্রোহের' অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ করেছেন যে, ওবামা তাকে রাশিয়ার সাথে মিথ্যাভাবে যুক্ত করার এবং তার ২০১৬ সালের প্রেসিডেন্ট প্রচারণাকে দুর্বল করার চেষ্টা করেছিলেন। মঙ্গলবার (২২ জুলাই) এসব অভিযোগ আনেন ট্রাম্প।
বুধবার (২৩ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। এতে বলা হয়, ওবামার একজন মুখপাত্র ট্রাম্পের এই দাবির নিন্দা করে বলেছেন, 'এই উদ্ভট অভিযোগগুলো হাস্যকর এবং তা বিভ্রান্তি সৃষ্টি করার একটি দুর্বল প্রচেষ্টা।'
যদিও ট্রাম্প প্রায়শই ওবামার নাম ধরে আক্রমণ করে এসেছেন, তারপরও জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর থেকে, তার ডেমোক্র্যাটিক পূর্বসূরির বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের এমন অভিযোগ আগে কখনও তোলেননি ট্রাম্প।
এর আগে শুক্রবার ট্রাম্পের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড এ নিয়ে কথা বলেন। ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের গোয়েন্দা মূল্যায়নের জন্য ওবামা প্রশাসনের কর্মকর্তাদের বিচার বিভাগের কাছে পাঠানোর হুমকি দেন তুলসি।
তিনি নথিপত্র প্রকাশ করেন এবং বলেন যে, তিনি যে তথ্য প্রকাশ করছেন তাতে ২০১৬ সালে ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ট্রাম্পকে দুর্বল করার জন্য একটি 'বিশ্বাসঘাতক ষড়যন্ত্র' করেছিলেন। তবে ডেমোক্র্যাটরা এই দাবিকে মিথ্যা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
এদিকে, ২০১৭ সালের জানুয়ারিতে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের একটি মূল্যায়নে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে রাশিয়া, সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি, হ্যাকিং এবং রাশিয়ান বট ফার্ম ব্যবহার করে, ডেমোক্র্যাট হিলারি ক্লিনটনের প্রচারণাকে ক্ষতিগ্রস্ত করতে এবং ট্রাম্পকে শক্তিশালী করতে চেয়েছিল।
তবে মূল্যায়নে এও বলা হয়েছে, এর তেমন কোনো প্রভাব নির্বাচনের ফলাফলে পড়েনি এবং মস্কোর প্রচেষ্টা আসলে ভোটের ফলাফল পরিবর্তন করেছে এমন কোনো প্রমাণ দেখা যায়নি।
Comments