নিখোঁজের ২৪ ঘন্টা পর মৃগী নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

শেরপুরের ছনকান্দা মৃগী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর কিশোর আব্দুল জলিল (১৭) মরদেহ কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার (১৬ আগস্ট) দুপুর একটার দিকে মৃগী নদীর ইলিশা ঘাটে এ গোসল করতে নামার পর সে নিখোঁজ হয়। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে উদ্ধার হয়নি।
নিহত কিশোর শেরপুর সদরের কুঠুরাকান্দা পশ্চিম পাড়ার আলম মিয়ার ছেলে। সে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছিলো।
স্থানীয়রা জানায়, শনিবার (১৬ আগস্ট) দুপুরে শেরপুর সদরের মৃগী নদীর ইলিশা গ্রামে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এসময় পানির স্রোতে দুইজন ডুবে যেতে চাইলে আব্দুল জলিল একে একে দুইজনকে উদ্ধার করে। তবে একপর্যায়ে নিজেই স্রোতের টানে ভেসে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালালেও সন্ধ্যা পর্যন্ত জলিলের খোঁজ মেলেনি। আজ ১৭ আগষ্ট সকাল থেকে আবারো অনুসন্ধান চালালে কুঠুরাকান্দা নেলুর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন শেরুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম।
Comments