বৃদ্ধার গলা কেটে স্বর্ণালঙ্কার লুট

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামে চুরি করতে গিয়ে এক বৃদ্ধাকে গলা, কান ও হাতে দা'এর কোপে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
আহত সাহেরা খাতুন (৭০) স্থানীয় মৃত খলিল মিয়ার স্ত্রী। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে এক শতাধিক সেলাই দিতে হয়েছে এবং এখনও আশঙ্কামুক্ত নন বলে জানান তার ছেলে হাজী মিজানুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার এশার নামাজের পর সাহেরা খাতুন একা ঘরে ছিলেন। এ সময় পূর্ব পরিচিত আড়িয়ল গ্রামের আপছার আলীর ছেলে আলম মিয়া বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে দরজা খোলার সঙ্গে সঙ্গেই দা দিয়ে হামলা চালায়। এসময় তার গলা, কান ও হাতে কোপ দেয় এবং পরনে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বৃদ্ধার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনাটি তার কানে এসেছে। ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments