ওবামাকে গ্রেফতারের এআই ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপর আক্রমণ আরও তীব্র করলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির নেতাকে গ্রেফতারের একটি এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করেছেন তিনি।
সোমবার (২১ জুলাই) ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট করা ভিডিওটিতে ওবামার কণ্ঠস্বর ব্যবহার করে বলা হয়, বিশেষ করে প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে। এরপর ভিডিওতে জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদদের কণ্ঠে শোনা যায়- 'কেউ আইনের ঊর্ধ্বে নয়'।
এরপর কৃত্রিমভাবে তৈরি ভিডিওর দৃশ্যে দেখা যায়, এফবিআই এজেন্টরা সাবেক প্রেসিডেন্ট ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেফতার করছে। একই সময়ে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ট্রাম্প পেছনে বসে হাসছেন। ভিডিওর শেষে দেখা যায়, ওবামা কারাগারের ভেতরে কমলা রঙের জাম্পস্যুট পরে দাঁড়িয়ে আছেন।
এই এআই ভিডিও এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড দাবি করেছেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার প্রভাব সম্পর্কিত গোয়েন্দা তথ্য 'জাল ও বিকৃত' করা হয়েছিল ওবামা প্রশাসনের সময়েই।
নতুন প্রকাশিত ডিক্লাসিফাইড নথির ভিত্তিতে ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে 'রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের' অভিযোগ এনেছেন গ্যাবার্ড।
নথি অনুযায়ী, ২০১৬ সালের ৮ ডিসেম্বরে প্রেসিডেন্টের দৈনিক বিবৃতিতে স্পষ্ট উল্লেখ ছিল, রাশিয়া মার্কিন নির্বাচনকে প্রভাবিত করেনি। সেই প্রতিবেদনে স্বাক্ষর ছিল সিআইএ, এফবিআই, এনএসএ এবং ডিএইচএস-এর শীর্ষ গোয়েন্দা প্রধানদের। অথচ এই নথি শেষ মুহূর্তে আটকে দেয়া হয়। অভ্যন্তরীণ ই-মেইল থেকে যার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, এরপর ওবামা প্রশাসনের সিচুয়েশন রুমে উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠক করেন। যেখানে ওবামার অনুরোধে নতুন এক গোয়েন্দা রিপোর্ট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়। সেই নতুন রিপোর্টেই দাবি করা হয়, রাশিয়া ট্রাম্পকে জেতাতে হস্তক্ষেপ করেছে। গ্যাবার্ড বলছেন, এটি ছিল রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্র, যা জনগণের ইচ্ছাকে পদদলিত করেছে।
ওবামা প্রশাসনের বিরুদ্ধে এই চক্রান্তের অভিযোগ নিয়েই গ্যাবার্ড সব নথি হস্তান্তর করেছেন বিচার বিভাগে। তার দাবি, যেই হোক, যত বড়ই হোক, আইনের আওতায় আনা হবেই। ডেমোক্র্যাট নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, গ্যাবার্ড পুরনো ষড়যন্ত্র তত্ত্ব তুলে রাজনৈতিক উদ্দেশ্যে নতুন করে পরিবেশন করছেন।
Comments