পাকিস্তানে সেনা কর্মকর্তা, পুলিশ সদস্য ও কাওয়ালি শিল্পীকে হত্যা

বেলুচিস্তানের ঝাব এলাকায় প্রাণঘাতী বাস হামলার মাত্র কয়েকদিন পর,আরেকটি যাত্রীবাহী বাস হামলার শিকার হয়। বুধবার কালাতের উপকণ্ঠে এই হামলায় করাচি-ভিত্তিক তিন কাওয়ালি শিল্পী মারা যায় এবং আরও ১৩ জন আহত হয়।
কালাতে বাসে গুলি চালানোর ঘটনায় যে তিনজন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিখ্যাত কাওয়াল আহমেদ হুসেন সাবরি,তার ছেলে আহমেদ রাজা সাবরি। তারা একটি বাসে গ্রুপের অন্যান্য সংগীতশিল্পীদের সাথে কোয়েটার দিকে যাচ্ছিলেন।
পাকিস্তান সরকার জানিয়েছে,সশস্ত্র হামলাকারীরা নেমারঘ এলাকায় কোয়েটা-করাচি মহাসড়কের উভয় পাশে অতর্কিত অবস্থানে ছিল এবং হামলা চালানোর জন্য স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল। "তারা প্রথমে কোচকে থামায় এবং তারপর নির্বিচারে গুলি চালায়," একজন কর্মকর্তা প্রত্যক্ষদর্শীর বর্ণনা উদ্ধৃত করে বলেছেন।
আওয়ারানে আরেক ঘটনায় সেনা কর্মকর্তা মেজর সৈয়দ রুব নওয়াজ তারিক একটি জঙ্গি বিরোধী অপারেশনের নেতৃত্ব দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এদিকে, বুধবার ডেরা ইসমাইল খান জেলার কুলাচি তহসিলের শাহী গেটের কাছে অজ্ঞাত হামলাকারীরা গুলি চালালে দুই পুলিশ কনস্টেবল মারা যান। নিহতরা হলেন ডেরা ইসমাইল খানের পানিয়ালা গ্রামের হেড কনস্টেবল গুলাম মুহাম্মদ এবং লাক্কি মারওয়াত জেলার আবা খেলা গ্রামের কনস্টেবল শেহজাদ।
এর আগে মঙ্গলবার গভীর রাতে লাক্কি মারওয়াত জেলার তোরওয়াহ এলাকায় এক মাসের মধ্যে চতুর্থবারের মতো বিস্ফোরক দিয়ে গ্যাসের পাইপলাইন উড়িয়ে দেওয়া হয়েছে।
Comments