ভারতে ডিজেলবোঝাই ট্রেনে ভয়াবহ আগুন

ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, ট্রেনের অন্তত চারটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও উদ্ধারকারী দল। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের উৎস ডিজেল হওয়ায় তা নেভানো বড় চ্যালেঞ্জ ছিল বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মীরা।
মূলত মানালি থেকে তিরুপতি অঞ্চলের দিকে যাওয়ার পথে মালগাড়িটির তিরুভাল্লুর স্টেশনের কাছে হঠাৎই আগুন লাগে। বিপজ্জনক পরিস্থিতি এড়াতে রেলপথের আশাপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়। তবে কী কারণে আগুন লেগেছে তার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Comments