ভারতীয় বিমানবাহিনীর কর্মকর্তাকে গ্রেপ্তারকারী পাকিস্তানি মেজর জঙ্গি হামলায় নিহত

২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে ভারতের সার্জিক্যাল 'বালাকোট অপারেশন' অভিযানের সময় ভারতীয় বিমান বাহিনীর উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তানের মাটিতে বিমানসহ পড়ে গিয়েছিলেন। সে সময় এই ভারতীয় অফিসারকে আটক করেছিলেন পাকিস্তানি সেনা কর্মকর্তা মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ। মঙ্গলবার নিজ দেশে জঙ্গিদের সাথে গোলাগুলিতে মারা গেছেন এই পাকিস্তানি সেনা অফিসার।
পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান -এর সঙ্গে গোলাগুলিতে মৃত্যু হয়েছে মেজর আব্বাস শাহের। গোপন সূত্রে খবর পেয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজরিস্তান জেলায় টিটিপি জঙ্গিদের খোঁজে অভিযানে গিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল। সেই দলেই ছিলেন মেজর সৈয়দ মোইজ আব্বাস শাহ। জঙ্গিদের সঙ্গে মুখোমুখি গোলাগুলির সময় গুলিবিদ্ধ হন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ল্যান্স নায়েক জিবরানুল্লাহ। তাঁকেও জঙ্গিরা হত্যা করেছে। পাক সেনা সূত্রে জানানো হয়েছে, এই সেনা-জঙ্গি লড়াইয়ে নিহত হয়েছে টিটিপি-র ১১ জঙ্গি।
Comments