ইসরায়েলে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় বিমান প্রতিরক্ষার মাধ্যমে সফলভাবে মিসাইলটিকে প্রতিহতের দাবি করেছে দখলদার বাহিনী।
এ সময় দুইজন আহত হয়েছে বলেও জানা গেছে। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, একজন ৪০ বছর বয়সী মহিলাকে প্যারামেডিকরা উলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যান। বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে হোঁচট খাওয়ার ফলে তার শরীরের নিম্নাংশে আঘাত লাগে। এ ছাড়া আরেকজন ৬৫ বছর বয়সী মহিলা আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে মাথায় হালকা আঘাত পান। আহত অবস্থায় ইচিলভ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাকে। এ তথ্য জানিয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা।
সংবাদমাধ্যমটি বলছে, মিসাইল হামলার আশঙ্কায় মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজার প্রায় এক মিনিট আগে, বাসিন্দাদের একটি প্রাথমিক সতর্কতাও জারি করা হয়। ফোনে নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয় বেসামরিক নাগরিকদের।
একটি ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের মতে, কয়েক ঘণ্টা পরে ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমানার বাইরে গিয়ে পড়ে। সামরিক বাহিনী উৎক্ষেপণটি শনাক্ত করেছে, কিন্তু ওই সময় ইসরায়েলে কোনও সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানার সম্ভাবনা ছিল না।
বেন গুরিওন বিমানবন্দরে মিসাইল হামলাকে কেন্দ্র করে ইসরায়েল হুতিদের নিয়ন্ত্রিত অবকাঠামো লক্ষ্য করে দুই দিনের ভারী বিমান হামলা চালানোর এক সপ্তাহ পর এই হামলা চালালো হুতি।
বেন গুরিওন বিমানবন্দরে হামলার জবাবে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংস হয়ে যায়। এ ছাড়া হোদেইদার একটি বন্দর, বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি সিমেন্ট কারখানার ব্যাপক ক্ষতি হয়।
১৮ মার্চ ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরুর পর থেকে ৩১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং কমপক্ষে ১০টি ড্রোন ইসরায়েলে নিক্ষেপ করেছে হুতি। টাইমস অব ইসরায়েল বলছে, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতামূলক সাইরেনের কারণে দিন ও রাতের যেকোনো সময় লাখ লাখ ইসরায়েলি ছুটছেন আশ্রয়কেন্দ্রে।
Comments