কেমন হলো রণবীর-আলিয়ার ২৫০ কোটির বাড়ি

রণবীর-আলিয়ার নতুন বাড়ীর ক্লিপগুলো এখন অনলাইনে ট্রেন্ড করছে। ল্যাভিশ ৬তলা বাড়িটির কাজ চলছিলো ছয় বছর ধরেই। ২০২৫ সালের আগস্টে এসে শেষ হলো রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজ। এ তারকা জুটির প্রথম সন্তান রাহা কাপুরের জন্মের পর তার জন্য উপহার স্বরূপ এ বাড়িটি নির্মাণের পরিকল্পনা করেন রণবীর-আলিয়া।
সম্প্রতি সেই ৬ তলার বিলাসবহুল বহুতল বাংলোর ভিডিওগুলো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এ জমিটি রনবীরের দাদা রাজ কাপুর দিয়েছিলেন রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুরকে। এখন এটা আসছে দীপাবলিতে রাহা কাপুরের নামে হয়ে যাবে। আর যদি তাই হয় তবে বলিউডের স্টার কিডদের মধ্যে রাহা-ই হবে সেরা ধনী। যে কিনা জন্মের ছয় বছরেই ২৫০ কোটির মালিক হবেন।
এই ৬ তলা বাড়ি তৈরি করতে লেগেছে ২৫০ কোটি টাকা। যার প্রত্যকটি ফ্লোরেই ঝুলন্ত বাগান আর বারান্দা। টপ ফ্লোরে থাকছে জীম আর সুইমিং পুল। আসছে পুজোয় নতুন বাসায় উঠবে রণবীর, আলিয়া রাহা ও রনবীরের মা নীতু কাপুর।
Comments