কঙ্গনার আবেদন খারিজ, আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল হাইকোর্ট

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের আবেদন খারিজ করে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। পাঁচ বছর আগে কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আইনি জটিলতায় জড়িয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০-'২১ সালে দিল্লিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। সে আন্দোলনে অংশ নেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকেরা।
সে আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করেন অভিনেত্রী। পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সী বাসিন্দা মহিন্দর কৌরকে নিয়ে মন্তব্য করে বলেন, 'কৌর-এর মতো মানুষকে ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদ আন্দোলনে নিয়ে আসা যায়।'
এ মন্তব্যে জেরে ২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। সমন জারি হয় অভিনেত্রীকে আদালতে হাজিরা দেয়ার। এরপরেই পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। এ অভিযোগ থেকে অব্যাহতি দেয়ার আবেদন জানান।
শুক্রবার (১ আগস্ট) কঙ্গনার আবেদন খারিজ করেন আদালত। হাই কোর্টের তরফ থেকে জানানো হয়, কঙ্গনার বিরুদ্ধে ওঠা নির্দিষ্ট অভিযোগগুলো খণ্ডন করা যাবে না। তাই পাঞ্জাবের স্থানীয় আদালতে এবার কঙ্গনাকে হাজিরা দিতেই হবে।
Comments