সুস্থ হয়ে ঘরে ফিরলেন ফরিদা পারভীন

বরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটায় শুরুতে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদা পারভীন গুরুতর অবস্থা থেকে সেরে উঠেছেন। তবে যেহেতু তিনি কিডনি বিকলের সমস্যায় ভুগছেন, তাই তার শারীরিক অবস্থা যেকোনো সময় আবারও খারাপ হতে পারে।
চিকিৎসক সূত্রে জানা গেছে, ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। সপ্তাহে তিনবার তাকে ডায়ালাইসিস করাতে হয়। পাশাপাশি তিনি ডায়াবেটিস, নিউমোনিয়া ও রক্তে সংক্রমণসহ বিভিন্ন জটিলতায়ও ভুগছিলেন। তার চিকিৎসায় কিডনি রোগ ও ক্রিটিক্যাল কেয়ারের বিশেষজ্ঞরা যুক্ত ছিলেন। চিকিৎসা শেষ সোমবার (২১ জুলাই) রাতে করে তিনি নিজ বাসায় ফেরেন। তার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও শরীর বেশ দুর্বল। হেঁটে চলাফেরা বা উঠে দাঁড়ানো প্রায় অসম্ভব।
ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, গত কয়েক মাসে তিনবার তাকে আইসিইউতে নিতে হয়েছে। শরীর এতটাই দুর্বল যে উঠে দাঁড়াতেও কষ্ট হয়। ফুসফুস আর কিডনি—দুটোই খুব সমস্যা করছে। সবাই তার জন্য দোয়া করবেন।
এর আগে চলতি মাসের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরিদা পারভীনের মৃত্যুসংক্রান্ত গুজব ছড়িয়ে পড়ে। ফেসবুকে অনেকেই তার ছবি দিয়ে মৃত্যুসংবাদ ছড়ায়, যা নিয়ে শিল্পীর পরিবার চরম বিব্রতকর অবস্থায় পড়ে।
Comments