শাহরুখ খান আহত হননি, আসল ঘটনা কী

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আহত হওয়ার খবরটি সত্য নয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, গতকাল গুজব রটে, 'কিং' সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ খান। চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে বলিউড বাদশাহর আহত হওয়ার খবরটি গুজব।
প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখ খানের আহত হওয়ার যে খবর ছড়িয়েছে, তা সত্যি নয়।
শাহরুখ খান যুক্তরাষ্ট্রে চিকিৎসার উদ্দেশে গিয়েছেন, এটা সত্যি। তবে সেটা কিং সিনেমার শুটিংয়ে আহত হয়ে নয়। শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে স্টান্ট করতে গিয়ে অতীতে বিভিন্ন সময়ে একাধিক চোট পেয়েছেন অভিনেতা। সে সব চোট মাঝেমধ্যেই যন্ত্রণা দেয় অভিনেতাকে। তাই চিকিৎসা ও ফলোআপের জন্য শাহরুখ মাঝে মধ্যেই যুক্তরাষ্ট্রে যান। তার এবারের যুক্তরাষ্ট্র সফর তার নিয়মিত চিকিৎসার একটি অংশ।
শাহরুখের অসুস্থতা নিয়ে গুজব ছড়ানোর ঘটনা এবারই প্রথম নয়। আগেও একাধিকবার এমন গুজব ছড়িয়েছে। একবার খবর রটেছিল, শুটিং করতে গিয়ে তিনি নাকি নাকে গুরুতর আঘাত পেয়েছেন। তড়িঘড়ি নেওয়া হয়েছে হাসপাতালে। তবে পরে জানা যায়, ওটা তার নাকে ছোটখাটো অস্ত্রোপচার ছিল, শুটিংয়ের আঘাত ছিল না।
Comments