পদ থেকে সরে এসেছি, বিএনপি ছাড়িনি: মনির খান

প্রায় তিন দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে বিভিন্ন ঘরানার গান গেয়ে কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী মনির খান। ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রেও রাজত্ব করেছেন। আর স্বীকৃতিস্বরূপ পেয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দেশ-বিদেশের বিভিন্ন সম্মাননা। তবে সংগীতের বাইরে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় তাকে। পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় মনির খান।
বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত এ গায়ক। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে থেকে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ অবস্থায় হঠাৎ করেই গত কয়েক দিন ধরে মিথ্য তথ্য ছড়ানো হচ্ছে যে, দল থেকে পদত্যাগ করেছেন মনির খান! যা একদম অসত্য বলে জানালেন শ্রোতাপ্রিয় এ গায়ক।
সোমবার (১৪ জুলাই) দুপুরে মনির খান বলেন, 'কে, কারা বা এক অসাধু চক্র যেন সোশ্যাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দাবি করছে যে, আমি নাকি দল থেকে সরে এসেছি! যা একদমই ভুল তথ্য। ২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমার শ্রোতা, শুভাকাঙ্ক্ষী এবং এলাকার মানুষের কাছে ভুল তথ্য পৌঁছানো হচ্ছে। এটি কখনোই কাম্য নয়।'
এ গায়ক জানান―
ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত তিনি। যা বিভিন্ন সময় বলে এসেছেন। ক্যারিয়ারের সেরা সময়ে রাজনীতিতে সরব থেকেছেন। সেই ধারাবাহিকতায় একসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
মনির খান বলেন, '২০১৮ সালে দলটির সব ধরনের কার্যক্রম থেকে অভিমান করে সরে আসি আমি। তখন পদ থেকে সরে এসেছি, কিন্তু দল ছাড়িনি। দলের কঠিন সময়েও সক্রিয় ভূমিকা পালন করেছি। দল ছাড়ার তো প্রশ্নই আসে না। আমি বিএনপিতে ছিলাম, আছি। আমাকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। বিগত ১০ বছর ধরে এলাকার সব কিছু গুছিয়ে এনেছি আমি। এলাকার দলীয় থেকে সর্বস্তরের মানুষ আমাকে ভালোবাসে। যাদের দোয়া ও ভালোবাসয় সারা বিশ্বের কাছে আজ আমি আজকের এই মনির খান।'
এ সময় আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ নিয়েও কথা বলেন তিনি―
'এলাকার মানুষের জন্য শুরু থেকেই কাজ করে যাচ্ছি। এখন দল যদি চায়, জনগণ যদি চায়; আমাকে যোগ্য মনে করলে অবশ্যই জনগণের সেবার উদ্দেশ্যে দলের সিদ্ধান্ত মেনেই কাজ করব। আর সব ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের বলব, কোনো গুজবে যেন কেউ কান না দেয়।'
প্রসঙ্গত, বর্তমানে এ শিল্পী নিয়মিত গান রেকর্ডিং ও দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মনির খান।
Comments