প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ

টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তার ফারহাদের মামলা খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। মামুনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন লায়লা।
রোববার (১৩ জুলাই) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ' জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন।
গত ১৫ মে আদালতে মামুনের বিরুদ্ধে মামলার আবেদন করেন লায়লা। মামলায় লায়লা অভিযোগ করেন, ১০ মে প্রিন্স মামুন দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে লায়লার বাসায় প্রবেশ করেন। এরপর তার বিরুদ্ধে ধর্ষণ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এরপর তার অনুমতি না নিয়েই বাড়ির বিভিন্ন জায়গার ভিডিও শুরু করেন। অশ্লীল অঙ্গভঙ্গি করে গালিগালাজ করেন।
মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, ওই সময় মামুন লায়লার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক মানহানিকর তথ্য এবং অপ্রস্তুত পোশাকের ছবি প্রকাশ করেন। এতে তার ব্যক্তিগত জীবন এখন হুমকির সম্মুখীন।
প্রসঙ্গত, মামুনের বিরুদ্ধে মামলার আবেদন করলে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং আদেশ ঘোষণার জন্য ১৩ জুলাই দিন ধার্য করেন।
Comments