অস্ত্রোপচার করে কেন নাক বদলেছেন প্রিয়াঙ্কা?

শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়। কখনো কখনো টক অব দ্য টাউন কিংবা কান্ট্রিতেও রূপ নেয়। বিশেষ করে তারকাদের ব্যক্তিজীবন এবং অস্ত্রোপচারের বিষয়টি। যা নিয়ে তারকারা খুব একটা কথা বলতে না চাইলেও বিতর্কের শেষ থাকে না। তবে আজকাল কোনো ধরনের রাখঢাক ছাড়াই সবাই কথা বলেন।
বলিউড ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার অস্ত্রোপচার নিয়ে এর আগে অনেক কথা হয়েছে। বিভিন্ন ধরনের চর্চা থাকলেও সেসব কেবলই গুঞ্জন হিসেবে উড়িয়ে দেয়া হয়েছে। এবার এক সাক্ষাৎকারে বলি তারকাকে নিয়ে কথা বললেন তারই এক সিনেমার প্রযোজক সুনীল দর্শন। তিনিই জানালেন প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা।
২০০৩ সালে কানওয়ার পরিচালিত 'আন্দাজ' সিনেমা মুক্তি পায়। এতে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও আরও অভিনয় করেন অক্ষয় কুমার ও লারা দত্ত। সংবাদমাদ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রযোজক সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কাকে আমি বলেছিলাম, তোমার নাক নিয়ে কিছু করো। ও নিজেও জানত এটা প্রয়োজন। তার মা-বাবা দু'জন চিকিৎসক ছিলেন, এ জন্য তারাও কালক্ষেপণ না করে সেটি করিয়েছিলেন।
'আন্দাজ' প্রযোজকের এ মন্তব্যের পরই নতুন করে আলোচনায় এসেছে পুরোনো এক অধ্যায়। প্রিয়াঙ্কা সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের পর বলিউডে অভিষেক করেন 'আন্দাজ' সিনেমার মাধ্যমে। ক্যারিয়ারের প্রথম সিনেমা মুক্তির পর তার নাকের পরিবর্তন নিয়ে নানা কথা হয়েছিল। তবে এবার সেই চর্চার সত্যতা জানা গেল।
সুনীল দর্শন বলেন, প্রিয়াঙ্কার নাকের সমস্যা তেমন কোনো বড় সমস্যা ছিল না, তারা তাৎক্ষণিকভাবে ঠিক করে দিয়েছে। অভিনেত্রীর এই সিদ্ধান্ত যে ঝুঁকিপূর্ণ ছিল, তাও স্বীকার করেছেন প্রযোজক। বলেন, প্রসাধনী পদ্ধতি বেশ ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হতে পারে। তবে কখনো কখনো অপূর্ণতার মধ্যেও পরিপূর্ণতা থাকে। সাধারণত কাউকে আমি এ ধরনের (অস্ত্রোপচার) পরামর্শ দেই না।
তিনি বলেন, ওই সময় প্রিয়াঙ্কা প্রচলিত সৌন্দর্যের সঙ্গে মানানসই ছিলেন। এরপরও অন্যান্য কারণে আলাদা হয়ে উঠেছিলেন। তার দুর্দান্ত অভিনয় এবং মোহনীয় কণ্ঠস্বর ছিল। আর আমি সবসময় তার সম্ভাবনার ওপর বিশ্বাস রেখেছি।
এদিকে প্রিয়াঙ্কা চোপড়াও একাধিকবার সাক্ষাৎকারে তার অস্ত্রোপচারের বিষয়ে খোলামেলা কথা বলেছেন। দ্য হাওয়ার্ড স্টার্ন শোয়ে তিনি জানিয়েছিলেন, তার একটি ভুল অস্ত্রোপচারের কারণে মানসিকভাবে কষ্ট ভোগ করতে হয়েছে। অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা ভুল করেছিলেন। এতে তার মুখ ভিন্ন দেখানোয় ভীষণ বিষণ্নতায় পড়ে গিয়েছিলেন বলেও জানিয়েছিলেন এ বালিউড অভিনেত্রী।
Comments