বাবা হওয়া ও বিয়ের শখের কথা জানালেন সালমান খান

বলিউড ভাইজান সালমান খান চিরকুমার উপাধি পেয়েছেন। তবে এই উপাধি ভাঙার ইঙ্গিত দিলেন অভিনেতা নিজেই। বয়স ৬০ ছুঁয়ে গেলেও সেদিকে পাত্তা না দিয়ে সব সময় ক্যারিয়ারে ফোকাস করেছেন সালমান খান। এবার তার পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
বুধবার (৯ জুলাই) ছিল সালমানের ভগ্নিপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন। তাকে শুভেচ্ছা জানিয়ে সালমান একটি আবেগঘন পোস্ট করেন। বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন অতুল। আমার বিল (ব্রাদার-ইন-ল)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা।'
সঙ্গে ভাইজান আরও লেখেন, 'আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।'
বলা বাহুল্য, সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে জল্পনা— নিশ্চয়ই কোনো না কোনোদিন বিয়ে করবেন সালমান, হবেন স্বামী; এমনকী বাবাও।
যদিও পুরনো এক সাক্ষাৎকারে সালমান বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, 'এখনকার দিনে খুব সহজেই বিয়ে ভেঙে যায়। ধুমধাম করে বিয়ে হয়, কিছুদিন পরই বিচ্ছেদ। তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তির ভাগ। এতদিন পর এসব সামলানো আমার পক্ষে মুশকিল।'
বলিউডের আরও একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড মেগাস্টার সালমান খান। সিনেমার নাম 'ব্যাটল অফ গালওয়ান'। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নতুন একটি সিনেমায় একজন ভারতীয় সেনা রূপে হাজির হবেন সালমান। তিন মাস আগে সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা 'সিকান্দার' মুক্তি পায়। এ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন রাশমিকা মান্দানা।
Comments