স্মৃতি ইরানিকে নিয়ে মন্তব্য করে বিপাকে রাম কাপুর

হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানি ও রাম কাপুর। বর্তমানে দুজনেই ব্যস্ত রয়েছেন কাজ নিয়ে। এক সাক্ষাৎকারে সহকর্মী স্মৃতিকে নিয়ে কিছু বলতে বললে অভিনেতা বেঁফাস মন্তব্য করে বসেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, 'কিউকি সাস ভি কাভি বহু থি' নামের জনপ্রিয় সিরিয়ালে সহ অভিনয়শিল্পী ছিলেন তারা। এক সঙ্গে শোবিজে কাজ করছেন দীর্ঘ সময় ধরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়ে সে পুরনো স্মৃতি নিয়েই কথা বলেন রাম।
একটি অনুষ্ঠানে নতুন ওয়েব সিরিজ 'মিস্ট্রি'র প্রচারণায় এসে রাম কাপুর বিজেপি নেত্রী স্মৃতিকে নিয়ে মন্তব্য করেন। মুটিয়ে যাওয়া নিয়ে অভিনেত্রীকে কটাক্ষও করেন তিনি। তার ভাষ্যমতে, পুরুষদের ক্ষেত্রে চেহারা ভারী হলে সফল হওয়া কঠিন হয়ে ওঠে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে। কিন্তু বিপরীত লিঙ্গের ক্ষেত্রে সেটা হয় না। যেমন স্মৃতি আমার মত ভারী চেহারার হওয়া সত্ত্বেও ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন।
রাম কাপুর আরও বলেন, 'বেশি ওজন হওয়ায় অভিনয় জগত থেকে কিছুদিন বিরতিতেও ছিলাম। ওজন কমিয়ে আবার ফিরে এসেছি। কিন্তু স্মৃতিকে বিরতিতে যেতে হয়নি।'
রামের এমন মন্তব্যে নেটিজেনদের সমালোচনার ঝড়ে পড়েন অভিনেতা। মন্তব্যের ঘরে এক নেটিজেন লেখেন, ওজন কমানোর পর থেকে ইনি এমন হয়ে গিয়েছেন। আগে খুবই ভদ্র অভিনেতা ছিলেন।
আরেকজন লেখেন, রামের কি মনে হয় তিনি স্মৃতির চেয়ে ভালো অভিনেতা?
বডিশেমিংয়ের অভিযোগ করে এক নেটিজেন লেখেন, একে বডিশেমিং বলা হয়। এই অভিনেতাকে কেউ চুপ করতে বলুন। নিজে ওজন কমিয়ে এখন খালি উল্টোপাল্টা মন্তব্য করছেন।
Comments