আলিয়া ভাটের লাবণ্যময়ী লুক নিয়ে নতুন আলোচনা

মুম্বাইয়ের চলচ্চিত্রপ্রেমী দর্শকরা যেন ফিরে গেলেন আশির দশকে। মূলত আশির দশকের আলোচিত সিনেমা 'উমরাও জান'-এর বিশেষ প্রদর্শনীতে অতীতের সময় ফিরে এসেছিল। বলিউডের জনপ্রিয় তারকাদের অনেকেই হাজির হয়েছিলেন রেখা অভিনীত 'উমরাও জান' সিনেমার বিশেষ প্রদর্শনীতে। হাল আমলের অনেক নায়িকাও সেখানে ছিলেন। অনেকেই রেখার আইকনিক লুক অনুসারে নিজেকে সাজাচে চেয়েছেন। তবে সবাইকে পেছনে ফেলে এখন আলোচনা চলছে আলিয়া ভাটকে নিয়ে। কারণ সেখানে আলিয়া হাজির হয়েছিলেন রেখার 'সিলসিলা' লুকে।
বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, আলিয়া রেখার আইকনিক চরিত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরেছিলেন হালকা বেবি পিংক রঙের শাড়ি পরেছিলেন। তার ডিজাইন করেছে টিটি কাস্টম কৌচার। স্টাইলিস্ট রিয়া কাপুরের তত্ত্বাবধানে আলিয়ার এই রূপ একসঙ্গে পরিপাটি, অনবদ্য এবং নজরকাড়া। শাড়ির সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন হাই-নেক ডিজাইনের ব্লাউজ, হালকা মেকআপ, খোলা চুল এবং রুপা এবং মুক্তার কানের চুল যা ছিল যা রেখার সেই বিখ্যাত 'সিলসিলা' লুকের আধুনিক সংস্করণ।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আলিয়া ভাট কয়েকটি ছবি শেয়ার করেন, যেখানে একটি ছবিতে তাকে রেখার সঙ্গে পোজ দিতেও দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, এক জীবন্ত কিংবদন্তিকে শ্রদ্ধা… অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে কেউই তোমার মতো নয়, রে মা।
রিয়া কাপুরও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রেখার মূল লুকের সঙ্গে আলিয়ার লুকের তুলনা করে একটি কোলাজ শেয়ার করেন, যা এই ফ্যাশন ট্রিবিউটের অনুপ্রেরণা নিশ্চিত করে। অনেকেই বলছেন, আলিয়ার এই লুক ঠিক যেমন রাখার মতো নিখুঁত, তেমনি তার নিজস্ব আধুনিক ছোঁয়াও দিয়েছে এক নতুন মাত্রা। বিশেষ করে ব্লাউজের হাই-নেক কাট এবংদুল আলিয়ার সাঁজ পরিপূর্ণ করেছে। আলির অনুরাগী এবং ফ্যাশন বিশেষজ্ঞরা অভিনেত্রীর প্রশংসা করছে।
তবে ঐ সিনেমা প্রদর্শনীর আসল আকর্ষণ ছিলেন রেখা নিজেই। ম্যানিশ মালহোত্রার ডিজাইন করা আইভরি ও সোনালি পোশাকে তিনি যেন ছিলেন অভিজাত গ্ল্যামারের প্রতিচ্ছবি। তার সঙ্গে উপস্থিত ছিলেন আরও অনেক বলিউড কিংবদন্তি—অনিল কাপুর, আমির খান, টাবু, হেমা মালিনী, এ আর রহমানসহ অনেকে।
Comments