নিজের সম্পর্কে অপপ্রচারের বিচার চান ইলিয়াস কাঞ্চন
রাজনৈতিক জীবনে কখনও নিজেকে জড়াননি ঢালিউড চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। কিন্তু সম্প্রতি একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজের নাম জড়িয়েছে। দেশবাসীর কাছে এ অপপ্রচারের বিচার চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক সভায় এমন দাবি করেন ইলিয়াস। ওই অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন জানান, তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি বলেন, 'নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান গংদের মতো মাফিয়াচক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তারা জুতা নিক্ষেপ করেছেন। আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন।'
তার মতে, দীর্ঘদিন ধরে 'নিরাপদ সড়ক চাই' আন্দোলনকে একদল অস্বীকার করতে চাইছে। ফেসবুক লাইভে সরকার ও রাজনীতি বিষয় নিয়ে কথা বলায় ইলিয়াস কাঞ্চনকে আওয়ামী লীগের লোক বলেও অভিহিত করা হয়েছে।
এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, 'দেশবাসী জানে আমি কোনোদিন রাজনীতির সঙ্গে যুক্ত হইনি। কিন্তু এবার যেভাবে তারা আমাকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, তাদের উদ্দেশে বলতে চাই, আমি আওয়ামী লীগের কেউ হয়ে থাকলে আমাকে গ্রেফতার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবুও অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।'