জাবি হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। গতকাল রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হল প্রশাসন ওই কক্ষে অভিযান পরিচালনা করে মদের বোতলসহ ওই শিক্ষার্থীকে আটক করে।
আটক শিক্ষার্থীর নাম মো. ফজলে আজওয়াদ। তিনি ২০২২–২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়।
হল প্রশাসন সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় কক্ষটিতে তল্লাশি চালিয়ে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী আজওয়াদ জানিয়েছেন, তিনি মদগুলো নিজের ব্যবহারের উদ্দেশ্যে গ্রামের বাড়ি জামালপুর অঞ্চল থেকে নিয়ে এসেছেন। পরবর্তী জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য মদগুলো জামালপুরের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল।
অভিযান শেষে হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, 'রাত সাড়ে ৯টার দিকে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা যৌথভাবে ৭২৩ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন। এ সময় কক্ষটি থেকে ১৭ বোতল ভদকা ও ৪ বোতল হুইস্কিসহ মোট ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।'
তিনি আরও বলেন, 'এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
শিক্ষার্থীরা জানান, অভিযুক্ত আজওয়াদ গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। তবে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করলেও, অভিযুক্ত ছাত্রদলের কর্মী নন বলে দাবি করেছে শাখা ছাত্রদল।
ছাত্রদলের বিবৃতি
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, 'জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ফজলে আজওয়াদ নামে একজন শিক্ষার্থীকে ২১ বোতল মদের বোতলসহ আটক করা হয়েছে। আটকের পর থেকেই কিছু সংবাদমাধ্যমে আজওয়াদকে ছাত্রদলের কর্মী হিসেবে উল্লেখ করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অপপ্রচার। আটক শিক্ষার্থী ছাত্রদলের কর্মী বা পদধারী নন।'
বিবৃতিতে আরও বলা হয়, 'বিগত জাকসু নির্বাচনে ছাত্রদল হল পর্যায়ে সবার জন্য উন্মুক্ত প্যানেল গঠন করেছিল, যেখানে অরাজনৈতিক শিক্ষার্থীরাও নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন। ছাত্রদলের এ ধরনের উদার মনোভাবের লক্ষ্য ছিল ছাত্ররাজনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক করা।'
মাদক উদ্ধারের ঘটনায় রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
Comments