রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের "এথিকস, ক্যারিয়ার প্ল্যানিং, প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট এন্ড ইন্টারভিউ হ্যাক্স শিরোনামে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়জনে অ্যাকাডেমিক ভবন-৩ এর অডিটোরিয়ামে ১০ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ কর্মশালা।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রফেসর ড. ফিরোজ আহমদ (ট্রেজারার ও পরিচালক অতিরিক্ত দায়িত্ব, আইকিউএসি)-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া।
শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সেশনে প্রশিক্ষণ প্রদান করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। প্রশিক্ষণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ তানভীর আহমেদ।
Comments