ঢাকাস্থ রাশিয়ান হাউস ও RUDN বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন
১২ নভেম্বর, ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রতিনিধিদল এবং রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি (RUDN University)-এর প্রতিনিধিরা বাংলাদেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি — নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU) — তে আনুষ্ঠানিক সফর করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচনার ধারাবাহিকতায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে "রাশিয়ান স্টাডিজ সেন্টার" প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সম্মতি গৃহীত হয়, যা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে রাশিয়ান ভাষা, সংস্কৃতি এবং রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে।
এছাড়াও, বৈঠকে অংশগ্রহণকারীরা RUDN বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (MOU) খসড়া প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেন, যা শিক্ষা বিনিময়, যৌথ গবেষণা এবং একাডেমিক কর্মসূচিতে ভবিষ্যৎ সহযোগিতার ভিত্তি স্থাপন করবে।
Comments