ঢাকায় রাশিয়ান হাউসে রাশিয়ায় উচ্চশিক্ষা সুযোগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

ঢাকায় রাশিয়ান হাউস আয়োজিত এক সেমিনারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের কোটার আওতায় রাশিয়ান ফেডারেশনে উচ্চশিক্ষার সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে অংশগ্রহণকারীরা রাশিয়ান সরকারি কোটার আওতায় উচ্চ ও অতিরিক্ত পেশাগত শিক্ষা কর্মসূচিতে নির্বাচনের প্রক্রিয়া এবং অনলাইনে https://education-in-russia.com প্ল্যাটফর্মের মাধ্যমে কাগজপত্র জমাদানের পদ্ধতি সম্পর্কে অবহিত হন।
বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে রাশিয়ার ঐতিহাসিক অবদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। দীর্ঘদিনের সহযোগিতায় হাজারো বাংলাদেশি শিক্ষার্থী রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছেন, যা শুধু মানসম্পন্ন জ্ঞানই নয়, আন্তর্জাতিক অভিজ্ঞতাও অর্জনের সুযোগ করে দিয়েছে।
সেমিনারে ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব অনকোলজি (এন.এন. ব্লোখিন, মস্কো)–এর প্রাক্তন শিক্ষার্থী ড. মাহামুদুল হাসান রাশিয়ায় তার শিক্ষাজীবনের অভিজ্ঞতা ও রাশিয়ান শিক্ষার সম্ভাবনা নিয়ে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ করা হয়, রাশিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থায় ৭৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও ৬৫০টি বিশেষায়িত বিষয় রয়েছে। ২০২৬ সালের জন্য প্রায় ২০০টি কোটা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত চলবে।
এছাড়া অংশগ্রহণকারীরা রাশিয়ান হাউসের কার্যক্রম, রুশ ভাষা শেখার সুযোগ এবং বিভিন্ন যুব কর্মসূচিতে অংশগ্রহণের সম্ভাবনা সম্পর্কেও অবহিত হন।
Comments